বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর স্বর্ণখোলা এলাকায় স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা
স্টাফ রিপোর্টার ॥

যশোরের দুযুবক চাঁদপুরে স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন শিশুটির বাবা। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের স্বর্ণখোলা এলাকায়।

যশোরের যুবক মনিরামপুর থানার সবুল কাটা গ্রামের রবিউলের ছেলে বিপুল ও আজিবুরের ছেলে তরিকুল। বর্তমানে তারা চাঁদপুর শহরের পুরান বাজার হাজী বেকারিতে চাকরি করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মধুফুড এন্ড অভিজাত কনফেকশনারীর মালিক মোঃ নূর হোসেন ঢালী জানান, আমার ছেলে আরিজ (৮) চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে। সে গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্বর্ণখোলা বাসস্ট্যান্ড মসজিদে নামাজ পড়তে গেলে আমার পূর্ব পরিচিত বিপুল ও তার সহযোগী তরিকুল আমার ছেলেকে অপহরণ করার চেষ্টা করে। ওইদিন আমার ছেলেকে কিছু খাবার কিনে দিয়ে বলে ফয়সাল মার্কেটের দিকে ঘুরতে যাবে, চল আমরা ঘুরতে যাই। ছেলে তখন বলে উঠে, না আমার আম্মু বকা দেবে। এই বলে দৌড়ে বাসায় চলে আসে। আবার কয়েক দিন পর এসে আরিজকে বলে, স্কুলে তোমাকে কে নিয়ে যায়? আবার কার সাথে স্কুল থেকে আস? বিপুল তার মোবাইল নম্বর আমার ছেলেকে দেয়। ছেলে ওই নম্বর পেয়ে তার নানুর মোবাইল ফোন থেকে বিপুলকে কল দেয়। তখন বিপুল বলে, তুমি যে আমাকে কল দিয়েছো এটা যেন তোমার আব্বু আম্মু না জানে। আমার স্ত্রী নাজনীন জাহান গত ২০ সেপ্টেম্বর বুধবার তার মায়ের মোবাইল ফোন হাতে নিলে দেখেন, ইমু অপশনে একটি ভয়েস কল।

নাজনীন জাহান বলেন, ৭ সেপ্টেম্বর রাতে ছেলে রাতের খাবার খেতে গিয়ে বলে, আম্মু বিপুল আংকেল বলেছে আমাকে ঘুরতে নেবে। তখন বিষয়টি আমি অত গুরুত্ব দেইনি। কয়েকদিন পর যখন মায়ের মোবাইলে ভয়েস কল পেলাম, তখন আমি আমার স্বামীকে বিষয়টি অবগত করলাম।

আরিজ জানায়, বিপুল আংকেল বলেন, তোমার সাথে ঘুরতে যাবো। তোমাকে নিয়ে বড়স্টেশন ঘুরতে যাবো। তোমাকে কক্সবাজার নিয়ে যাবো।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মহসীন আলম বিষয়টি অবগত হয়ে তদন্তের দায়িত্ব দেন এস আই নয়ন আচার্য্যকে। এসআই নয়ন আচার্য্য জানান, আমি বিষয়টি তদন্ত করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়