প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন চাঁদপুরের স্বনামধন্য রেস্তোরাঁ ক্যাফে ঝিলের পরিচালক মোঃ মাসুদ আখন্দ।
গত ২৬ আগস্ট কেন্দ্রীয় কমিটির ৩৫তম কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় (২০২৩-২০২৫) মেয়াদে সমিতির অন্তর্বর্তীকালীন নতুন ৪২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয় তাকে।
উল্লেখ্য, মোঃ মাসুদ আখন্দ বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক।
এ বিষয়ে মোঃ মাসুদ আখন্দ বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান গনি ও মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত চিঠি আমি হাতে পেয়েছি।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটিতে আমাকে অন্তর্ভুক্ত করায় আমি ব্যক্তিগতভাবে এবং জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহা-সচিবসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।