বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০

আজ বিশিষ্ট অর্থনীতিবিদ এমএম নূরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী
অনলাইন ডেস্ক

এমএম নূরুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ আলহাজ্ব এমএম নূরুল হকের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ২৪ জুলাই দিবাগত ভোর ৪টা ১০ মিনিটে ঢাকার উত্তরাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। ওইদিনই সন্ধ্যায় এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

আলহাজ্ব এমএম নূরুল হক চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ১৯৯৭ সালে এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের পাশে মনজুরা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এবং আল আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। কর্মজীবনে তিনি দেশের খ্যাতনামা সাতটি ব্যাংকের এমডির দায়িত্বে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব এমএম নূরুল হকের একমাত্র ছেলে দেশের খ্যাতনামা ব্যবসায়ী আলহাজ্ব মনজুরুল হক শোয়েব বর্তমানে এমএম নূরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

আলহাজ্ব এমএম নূরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল ১১টায় স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন শুভাকাক্সক্ষী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মনজুরুল হক শোয়েব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়