প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
![রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আঃ ছাত্তারের দাফন সম্পন্ন](/assets/news_photos/2023/06/27/image-34815.jpg)
ফরিদগঞ্জ উপজেলার বিষরবন্ধ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার (৭২)-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ জুন) বেলা ২টার দিকে বোয়ালিয়া কাজী বাড়ি জামে মসজিদের মাঠে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৪ পুত্র ও ৩ মেয়ে রেখে যান। বিষয়টি নিশ্চিত করেন মরহুমের ছেলে জসিম উদ্দিন।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের নেতৃত্বে গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সফর আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।