বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০

জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের ইন্তেকাল
অনলাইন ডেস্ক

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি, চাঁদপুর শহর কৃষক লীগের আহ্বায়ক ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল ইন্তেকাল করেছেন। ইন্না.....রাজিউন। তিনি শনিবার ভোর ৫ টায় চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় পীর বাদশা মিয়া রোডের নিজ বসভবনে হৃদরোগে আক্রান্ত হন। এমতাবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খায়রুল ইসলাম বিল্লাল ১৯৬০ সালের ৫ জুন উত্তর রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ফজলুর রহমান। তিনি ব্যক্তিগত জীবনে ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। তিনি ১৯৮৬ সালে চাঁদপুর ড্রামায় যুক্ত হন। তার মধ্যে ১ বার সাধারণ সম্পাদক ও প্রায় ১০ বার সভাপতির দায়িত্ব পালন করেন ।

চাঁদপুর ড্রামায় খায়রুল ইসলাম বিল্লালের অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো : ফেরারী নিশান, আলাপী গোলাপী, খেলা খেলা, ওরা কারা, স্বাধীনতার সূর্য, চোর চোর, জাহেন আলীরে ধর, এখানে নোঙ্গর ও পলাশ ডাঙ্গার ময়না। তিনি শতাধিক নাটকে দক্ষতার সাথে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

খায়রুল ইসলাম বিল্লালের মৃত্যুর খবর জানতে পেরে তাকে শেষ বারের মতো দেখতে যান অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, নাট্য অভিনেতা পলাশ মজুমদার, গোপাল সরকার, শাওন পাটোয়ারী, সাত্তার সিদ্দিকীসহ বহু শুভাকাক্সক্ষী।

খায়রুল ইসলাম বিল্লালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মৃণাল সরকার, চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিঙ্কু, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকারসহ বিভিন্ন নাট্য সংগঠনের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়