বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০

বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
বিমল চৌধুরী ॥

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল ২৩ জুন শুক্রবার চাঁদপুর জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ ও সেখান থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সমাবেশ ও শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বাদ্য বাজনা সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। তাদের খণ্ড খণ্ড মিছিল আর আওয়ামী সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থল বিশাল সমাবেশে রূপ নেয়। শেখ হাসিনার সরকার বার বার দরকার, চাঁদপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি এমনি ধরনের নানা শ্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ সভাপ্রধানের বক্তব্যে বলেন, বৃষ্টি উপেক্ষা করে আজকের এই উপস্থিতিই প্রমাণ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। এখানে কোনো চাটুকারের স্থান নেই। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল, আর সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই হলো আওয়ামী লীগের মূল লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। শেখ হাসিনার ক্ষমতায়ন, দেশের হয় উন্নয়ন। তাই উন্নয়নের স্বার্থেই জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ীই হবে। যারা নির্বাচনকে প্রতিহত করার কথা বলেন তারা খুব সম্ভবত না বুঝে শুনেই বলেন। রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করা মানেই রাষ্ট্রদ্রোহিতার কাজ। তাই সকলের কাছে অনুরোধ কেউ কোনো রাষ্ট্র বিরোধী কাজ করবেন না। যখনই রাষ্ট্র উন্নয়নের দিকে অগ্রসর হয়। তখনই এই দেশে থাকা রাষ্ট্র বিরোধীরা নীরবে, সরবে ষড়যন্ত্র শুরু করেন। তারা রাজনীতির নামে দেশে জ্বালা-পোড়াও আন্দোলন শুরু করেন। তিনি চাঁদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি উল্লেখ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনই আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।

স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সমম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় আজ চাঁদপুরেও আওয়ামী ও নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সারা দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। চাঁদপুরে যে উন্নয়ন হয়েছে তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। কোনো ব্যক্তি বিশেষের কারণে নয়। তিনি আরো বলেন, আজ সময় এসেছে আমরা কি আওয়ামী লীগ করবো, নাকি আমি লীগ করবো তা ভেবে দেখার। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা চাওয়া পাওয়ার রাজনীতি করে না, তারা জাতির পিতাকে ভালোবেসে আওয়ামী লীগ করে। তারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে আওয়ামী লীগ করে। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য উন্নয়নে এগিয়ে যাব, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গীকার।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, আহসান উল্লাহ আখন্দ, শাহীর পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, আবু নাছের বাচ্চু পাটোয়ারী, শাহরাস্তি উপজেলার কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলার গাজী মাঈনুদ্দিন, জেলা যুবলীগ নেতা আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, সালাউদ্দিন মোঃ বাবর, জেলা শ্রমিক লীগ নেতা মাহবুবুর রহমান, জেলা মৎস্য লীগের আঃ মালেক দেওয়ান প্রমুখ।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ সর্দার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, মঞ্জুর আহমেদ, রেদোয়ান খান বোরহান, বেলায়েত হোসেন বিল্লাল, মঞ্জু মাঝি, অ্যাডঃ দেবাশীষ কর মধুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে চাঁদপুর শহরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়