শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতি করতে দেয়া হবে না
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বলেছেন, সামনের সময়টা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল। একটা দেশের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ ইস্যু। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ গরম হবে এটাই স্বাভাবিক। আবার নির্বাচন বানচাল করার জন্য, সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য কোনো মহল নাশকতার অপচেষ্টা করবে। সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করবে। এ বিষয়গুলো আমরা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দেখবো। কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি করতে দেয়া হবে না। তিনি বলেন, এই মুহূর্তে সারাদেশে বিদ্যুৎ হচ্ছে হটকেক ইস্যু। এটি নিয়েও কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। যারা নাশকতার অপচেষ্টা করে বিদ্যুৎ সেক্টর তাদের লক্ষ্যবস্তুতে থাকে। সে জন্য আমি চাঁদপুর পিডিবি এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বলবো, আপনারা আপনাদের এই জেলায় কতগুলো সাব স্টেশন বা স্থাপনা আছে সেগুলোর তালিকা আমাদের কাছে দেন। এসব স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে।

পুলিশ সুপার সামনের দিনগুলোতে ঈদসহ সকল উৎসবে এবং নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তাঁর আলোচনায় এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়