প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
![শাহরাস্তিকে হারিয়ে চাঁদপুর সরকারি কলেজ সেমি-ফাইনালে](/assets/news_photos/2023/06/11/image-34160.jpg)
চাঁদপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২-এ চাঁদপুর সরকারি কলেজ এবং শাহরাস্তি সূচীপাড়া ডিগ্রি কলেজের মধ্যকার খেলায় চাঁদপুর সরকারি কলেজ ৩-০ গোলে জয়লাভ করে। ১০ জুন (শনিবার) বিকেল ৫টায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় একটি গোল করেন চাঁসক দ্বাদশ মানবিক শাখার শিক্ষার্থী সিয়াম এবং দুটি গোল করেন দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী রাফাত।
আজ ১১ জুন (রোববার) বিকেল ৫টায় চাঁদপুর স্টেডিয়ামে কচুয়া বঙ্গবন্ধু কলেজের সাথে সেমি-ফাইনাল খেলবে চাঁদপুর সরকারি কলেজ।
১২ জুন (সোমবার) বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের সদস্যরা হলেন : রাহীম গাজী (অধিনায়ক, দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), মেরাজ (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), শিমুল (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), রাফাত (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), নাজিম (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), সাজেদুল (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), তামীম (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), ইনসান (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), হৃদয় (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), ছামী (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), নায়াব (দ্বাদশ-বিজ্ঞান), তারেক (দ্বাদশ-বিজ্ঞান), তাজরিয়ান (দ্বাদশ-বিজ্ঞান), সিয়াম (দ্বাদশ-মানবিক), আরাফাত (দ্বাদশ-মানবিক), বিপ্লব (একাদশ-ব্যবসায় শিক্ষা) এবং সিমরান (একাদশ-ব্যবসায় শিক্ষা)।