প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
![দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে বিপাকে ফরিদগঞ্জের মাছ চাষীরা](/assets/news_photos/2023/06/11/image-34153.jpg)
সারাদেশে তীব্র দাবদাহের পর হঠাৎ স্বস্তির বৃষ্টিতে গরমে অতিষ্ঠ লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেললেও বিপাকে পড়েছে মৎস্য চাষীরা। তীব্র গরমে আবাদকৃত পুকুর, খাল, ঝিল ও বিলের মাছ রক্ষায় চাষীদের প্রাণান্তকর প্রচেষ্টার কারণে তেমন ক্ষতি না হলেও হঠাৎ বৃষ্টিতে পানির তাপমাত্রার তারতম্য ও অক্সিজেন স্বল্পতার কারণে ঝাঁকে ঝাঁকে দেশীয় প্রজাতির ছোট মাছ মরে ভেসে উঠছে। এতে মাছ চাষীরা ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি গ্রামের মনির হোসেন জানান, তার ২ একর মাছের প্রজেক্টে তাপমাত্রার তারতম্যে কার্প জাতীয় মাছ মরে ভেসে উঠেছে। এতে তিনি দেড় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন। এখনও তা অব্যাহত রয়েছে। রামপুর বাজারের শিপু ভূঁইয়া জানান, তার ১ একরের প্রজেক্টের অন্তত লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়েছে। রামপুর বাজারের সোহাগ ভূঁইয়ার দেড় একর প্রজেক্টের তেলাপিয়া, সরপুঁটি, রুই, কাতলা, মৃগেল মাছসহ প্রায় ২ লক্ষ টাকার মাছ মরে গেছে।
পৌর এলাকার মৎস্যজীবী কামাল মিজি জানান, তীব্র গরমের কারণে তাদের প্রজেক্টের বেশ কিছু মাছ মরে যায়। তবে হঠাৎ বৃষ্টির কারণে এ পর্যন্ত তেমন কোনো ক্ষতি না হলেও তারা আতঙ্কে রয়েছেন। তারা নিয়মিত মৎস্য অফিসে যোগাযোগ করছেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, গত দু’ দিনে অন্তত অর্ধশত মৎস্যচাষী এই সমস্যা নিয়ে অফিসে বা ফোনে যোগাযোগ করেছেন। আমরা তাৎক্ষণিক তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি। যেখানে অক্সিজেন স্বল্পতার কারণে সমস্যা হচ্ছে, সেখানে বড় মাছ উঠিয়ে ট্যাবলেট ছাড়ার কথা বলেছি।