প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০
আজ ১০ জুন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের মাতা ফিরোজা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ জুন ফিরোজা বেগম মৃত্যুবরণ করেন। ১৯৪৩ সালের ১ ফেব্রুয়ারি শাহরাস্তি উপজেলাস্থ পৌর ১১নং ওয়ার্ড ভিংরা মোল্লা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার স্বামী মরহুম আবদুল খালেক পাটোয়ারী চট্টগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাবেক কর্মকর্তা।
ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, বাদ জোহর বিভিন্ন এতিমখানা সহ মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।