প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুরে গত দুই সপ্তাহ যাবৎ টানা তাপপ্রবাহ চলছিলো। বৃষ্টির দেখা ছিলো না। জ্যৈষ্ঠের আমণ্ডপাকা গরমে অতিষ্ঠ জনজীবন। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাঁদপুরবাসী। বুধবার বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা হরে বিশেষ নামাজ আদায় করে ফরিয়াদ করেন মুসুল্লিরা।
এমন অবস্থায় বৃহস্পতিবার চাঁদপুরের আকাশ সকাল থেকেই ছিলো মেঘাচ্ছন্ন ও আবহাওয়া ছিলো গুমোট। অতঃপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললো। তবে সামান্য বৃষ্টিতে গরমের অস্বস্তি যায় নি। চারদিকে ভ্যাপসা গরম বিরজমান ছিল। বৃহস্পতিবার ৮ জুন সকালে অল্প অল্প বৃষ্টি শুরু হয় চাঁদপুর শহরসহ বিভিন্ন এলাকায়। এই বৃষ্টি দুপুর পর্যন্ত চলেছে। এরপর আর বৃষ্টির দেখা মেলেনি।