শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০

চাঁসক অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশকে শিক্ষক পরিষদের সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি ॥

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টায় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষক পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান সকল শিক্ষকের পক্ষ থেকে বলেন, ‘স্যার চাঁদপুর সরকারি কলেজ পরিবারের একজন অভিভাবক। স্যারের গতিশীল নেতৃত্ব এবং তথ্য প্রযুক্তিগত জ্ঞানের আলোকে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ মানব সম্পদ ও স্মার্ট শিক্ষার্থী গঠনে চাঁদপুর সরকারি কলেজ আরও এগিয়ে যাবে। স্যারের কাজের এই স্বীকৃতি আমাদেরকে আনন্দিত করেছে এবং চাঁদপুর সরকারি কলেজ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।’

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ আয়োজনে যুক্ত সকলকে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়