প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০
![জাতীয় পর্যায়ে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সাফল্য](/assets/news_photos/2023/05/24/image-33362.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস ২০২৩ উপলক্ষে জাতীয় দিবস সমূহের বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের ও শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ মে দুপুর আড়াইটায় ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় শেখ রাসেল দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।
১৭ মার্চ ২০২৩ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল দেয়ালিকা উপস্থাপন করে। এতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন মতলব দক্ষিণের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়। বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান, পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা মোঃ সাহেদুল খবির চৌধুরী প্রমুখ। এ সময় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের পক্ষে ক্রেস্ট ও উপহার সামগ্রী গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ।