প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভা](/assets/news_photos/2023/05/23/image-33326.jpg)
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মে সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের হলরুমে পৌর মৎস্যজীবী লীগের সভাপতি শাহ আলম মল্লিকের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুর রহমান বেপারীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করেছেন। আপনাদের যে দাবি আমরা চাঁদপুরের সাংসদ ডাঃ দীপু মনির সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা আজকে যে বিক্ষোভ মিছিল করে শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদ করেছেন তাতে আপনারা মৎস্যজীবী লীগ নেতারা জাগ্রত হয়েছেন। ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনাদেরকে এখন থেকে মাঠে কাজ করতে হবে।
তিনি বলেন, নৌকার বিজয় হলে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন তাহলে দেশের উন্নয়ন হবে। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। আমাদের দেশের মানুষকে এখন না খেয়ে থাকতে হয় না। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা মৎস্যজীবী লীগের সাংস্কৃতিক সম্পাদক সালাহ উদ্দীন, মতলব দক্ষিণ উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মনোরঞ্জন বেপারী, মৎস্যজীবী লীগ নেতা সামেদ ঢালী, মালেক বেপারী, দুরাল, মিছির আলী প্রমুখ।