শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০

মতলব উত্তরে দুই গৃহহীন পরিবারকে ঘর উপহার
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি সরকার বাড়ির কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসানের পরিবারের পক্ষ থেকে গৃহহীন দুই পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়।

সোমবার (২২ মে) বিকেলে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানকান্দির দেওয়ান বাড়ির মৃত উচমান দেওয়ানের স্ত্রী জাহানারা বেগম ও কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের উত্তর মহল্লার জাহাঙ্গীর প্রধানের ছেলে কাজল প্রধান এই দুটি পরিবারকে বসতঘর দেয়া হয়।

উদ্বোধন শেষে এম ইসফাক আহসান বলেন, উপজেলায় আমার বাবা ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি গৃহহীনদের মাঝে প্রায় পাঁচশ’ বসতঘর নির্মাণ করে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি দুটি বসত ঘর নির্মাণ করে উপহার দিয়েছি। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে পারি।

ঘর নির্মাণ ছাড়াও আমরা প্রতিবছরই কাপড় থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদে অনুদান, অসহায় মেয়েদের বিয়ের খরচ, এলাকায় কিছু বয়স্কভাতা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবসময় আর্থিক সহযোগিতা করে বিভিন্ন অনুদান দিয়ে থাকি। তিনি আরো বলেন, যেহেতু আমরা আওয়ামী পরিবারের সদস্য, সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয় করতে হবে। তাহলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের দেওয়ান বাড়ির মৃত উচমান দেওয়ানের স্ত্রী জাহানারা বেগম ও কলাকান্দা ইউনিয়ন লতরদি গ্রামের উত্তর মহল্লার জাহাঙ্গীর প্রধানের ছেলে কাজল প্রধান এই দুটি পরিবার বসত ঘর পেয়ে আবেগাপ্লুুত হয়ে বলেন, আমরা মানবেতর জীবনযাপন করে কোনো রকম কষ্ট করে জীবন-যাপন করছি। আমাদের থাকার জন্যে কোনো বসতঘর ছিলো না। আমরা অন্যের ঘরে থাকতাম। আমাদের এলাকার মহান ব্যক্তি মানবতার ফেরিওয়ালা এম ইসফাক আহসান দুটি বসতঘর নির্মাণ করে দেয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি সবসময়ই সুস্থ থেকে আমাদের গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারে।

এ সময় তিনি দেওয়ানকান্দির জামে মসজিদ নির্মাণাধীন কাজের পরিদর্শন করে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, সাবেক ছাত্রনেতা নূরে আলম মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস সরকার, যুবলীগ নেতা নূরে আলমসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়