প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০
![মাওঃ শাহাদাত হোসাইন পাটওয়ারী সস্ত্রীক হজে¦ যাচ্ছেন ॥ দোয়া কামনা](/assets/news_photos/2023/05/21/image-33242.jpg)
হাইমচর চরভাঙ্গা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মদনা দরবার শরীফের মরহুম পীর সাহেবের জামাতা মাওলানা শাহাদাত হোসাইন পাটওয়ারী ও তাঁর স্ত্রী পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতে যাচ্ছেন। এ উপলক্ষে ২০ মে শনিবার বাদ এশা হাইমচর চড়পোড়ামুখী নিজ গ্রামে এলাকাবাসীকে নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেন এবং হজে¦র আহকাম যাতে সুন্দর মতো পালন করতে পারেন সেজন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সময় স্বল্পতার কারণে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু মহলের সাথে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
২০২৩ সালের ১০ জুন সৌদি এয়ারলাইন্সে যাবার কথা রয়েছে তাঁর। তাঁর সাথে বড় মেয়ে ও বড় মেয়ের জামাতা উত্তরা টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল উদ্দিন রায়হানও যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।