প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উঠোন বৈঠক](/assets/news_photos/2023/05/20/image-33200.jpg)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে শুক্রবার (১৯ মে) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের নেতা-কর্মীদের হাজী বাড়িতে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ ও মানুষের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
পৌর ১নং ওয়ার্ডের সভাপতি মুকবুল হাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ হাজীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন গাজী, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজী, পৌর আওয়ামী লীগ নেতা মনির হোসেন, পৌর যুবলীগ নেতা আরিফ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।