শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের দাফন
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মান্নান খান (মনা খাঁ)-এর জানাজার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ১৭ মে বুধবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অগণিত আত্মীয় স্বজন-শুভাকাক্সক্ষী-বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

গতকাল ১৮ মে বৃহস্পতিবার বাদ জোহর বহরিয়া হাইস্কুল মাঠে আওয়ামী লীগের স্থানীয় প্রবীণ নেতা মরহুম আলহাজ আব্দুল মান্নান খান (মনা খাঁ)-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধার সম্মান হিসেবে উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। জানাজার নামাজে ইমামতি করেন বহরিয়া রশিদীয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আবুল কাশেম আব্দুল বাকী।

জানাজার পূর্বে মরহুমের কর্মময় ও রাজনৈতিক জীবন সম্পর্কে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটোয়ারী প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের কনিষ্ঠ পুত্র মোঃ জহির খান।

জানাজায় অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফেজ বেপারী, বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আজহার উদ্দিন মিয়া, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা মোঃ রেদওয়ান খান বোরহান, মরহুম মনা খাঁর একমাত্র মেয়ের জামাতা প্রিন্স গ্রুপের পরিচালক মোঃ কাজী মানিক, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, মাহফুজুর রহমান টুটুল, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমান হোসেন, মাহবুবুর রহমান সেলিম, ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম সেলিম খান, ইউনিয়ন বিএনপির সভাপতি নূরু ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, লিলু হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিক গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিয়াজী, সহ-সভাপতি সাঈদ আলী আখন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান খান টেলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক মাঝি, সাধারণ সম্পাদক মোঃ শফিক খান, মরহুমের বড় ছেলে কামাল খান, জসিম খানসহ আত্মীয়-স্বজন, লক্ষ্মীপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ। এ সময় মরহুম আব্দুল মান্নান খানের কফিনে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও শোক নিবেদন করা হয়।

উল্লেখ্য, আব্দুল মান্নান (মনা খাঁ) দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি চাঁদপুর শহর ও পুরাণবাজার দক্ষিণ অঞ্চলে বেশ পরিচিত মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর খবরে লক্ষ্মীপুর ইউনিয়ন তথা চাঁদপুর শহর এলাকা ও পুরাণবাজারের সকল মহলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়