মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ক্ষুদ্র প্রয়াস
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১১ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর জেলা পুলিশ। তার মধ্যে চাঁদপুর পুলিশ লাইনস্-এ বিতরণ করা হয় চার শতাধিক। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদণ্ডএর ব্যক্তিগত উদ্যোগে এই চার শতাধিক হতদরিদ্রকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়। এছাড়া জেলার অপর সাত থানায় সাত শতাধিক হতদরিদ্র পরিবারকে দেয়া হয় ঈদ উপহার সামগ্রী।

গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশ লাইনস্ ড্রিলসেডে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএমণ্ডবার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদের দিনে যেনো সবাই একটু ভাল খাবার ও ভালো পোশাক পরতে পারে, এই চিন্তা থেকে পুলিশের এই উদ্যোগ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সবসময় আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি। আপনারা পুলিশের জন্য দোয়া করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, ডিআইও-১ মোঃ মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোঃ এনামুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়