মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০

বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে গেছে
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের পাশে অবস্থিত বাগড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে।

জানা যায়, মিজানের লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুর ও ফরিদগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দল গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো : মিজানের লেপ-তোষকের দোকান, মামুন ফার্মেসি, মিন্টুর কাপড়ের দোকান, বোরহানের কাপড়ের দোকান, কালু পাটোয়ারীর কাপড়ের দোকান, বাবুল পাটোয়ারীর কাপড়ের দোকান, কালু মেম্বারের কাপড়ের দোকান, জহিরের কাপড়ের দোকান, জাহাঙ্গীরের ঔষধের দোকান, যদুর স্টেশনারী দোকান, সাইফুলের ওয়ার্কসপ, আকতারের জুতার দোকান, রুবেল ফার্মেসী ও শরীফের কাপড়ের দোকান। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবুল পাটোয়ারী বলেন, ঈদ উপলক্ষে উঠানো, আগের মালামাল ও নগদ টাকাসহ আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার ভাই কালু পাটোয়ারীর ১৫ লাখ টাকা এবং মিন্টুর ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। যে সকল ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদকে সামনে রেখে আমাদের এতো বড় ক্ষতি হবে বলে আমরা ভাবতে পারি নি। দীর্ঘ ৩০ বছরেও আমাদের এতো বড় ক্ষতি হয়নি। আমরা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছি। এ ক্ষতির হাত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দুপাশ থেকে চাঁদপুর ও ফরিদগঞ্জ স্টেশন দল মিলে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় আমাদের কম-বেশি কাটা ছিঁড়া যায়। তদন্ত না করে ক্ষতির পরিমাণ কিছুই বলতে পারবো না।

স্থানীয় লোকজন জানান, দীর্ঘ ৩০ বছরে এ বাজারে এ ধরনের ক্ষতি হতে দেখি নি। এতে ব্যবসায়ীদের ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন। এ ক্ষতি কাটিয়ে উঠতে তাদের অনেক সময় লাগবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়