প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০
![চাঁদপুরে রোটারীর ইতিহাস অনেক সমৃদ্ধ](/assets/news_photos/2023/04/16/image-31939.jpeg)
চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের স্বাগতিকতায় জেলা রোটার্যাক্ট ইফতার ‘মাগফিরাত’ ও ক্লাব অভিষেক সম্পন্ন হয়েছে। ১৫ এপ্রিল শনিবার চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী ও রোঃ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রোটারী জেলা (৩২৮২)-এর সদ্য সাবেক গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোটার্যাক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ফয়েজ খান চৌধুরী বলেন, চাঁদপুরে রোটারীর ইতিহাস অনেক সমৃদ্ধ। এই ক্লাবের স্পন্সরে যে ক্লাব আছে তার ইতিহাসও সমৃদ্ধ। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব বাংলাদেশের দ্বিতীয় রোটার্যাক্ট ক্লাব। তাদের আয়োজনে থাকতে পারাটা অনেক গৌরবের বিষয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরসিসি রোটাঃ জুনায়েদ আলম, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, রোটাঃ তমাল কুমার ঘোষ, রোটাঃ শেখ মনজুরুল কাদের সোহেল, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ নাসির উদ্দিন খান, রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, ক্লাব সচিব রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সভাপতি ইলেক্ট রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ উজ্জ্বল হোসাইন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটাঃ শাহানা ইসলাম, সদস্য রোটাঃ সাইফুল ইসলাম, রোটাঃ মোঃ মাইনুদ্দিন, রোটাঃ ফয়সাল ফরাজী, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অর্গানাইজার রোটাঃ মফিজ উদ্দিন সরকার, চার্টার প্রেসিডেন্ট রহিমা বেগম কল্পনা, রোটাঃ মাহমুদা খানম, ভারপ্রাপ্ত সভাপতি রোটাঃ আসিফ ইসলাম, সদস্য রোটাঃ ইলিয়াস হোসেনসহ বিভিন্ন ক্লাবের রোটার্যাক্টরবৃন্দ।