প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০
অসাম্প্রদায়িক বাঙালির আবহমান উৎসব পহেলা বৈশাখ তথা বর্ষবরণ। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উৎসবমুখর সমাবেশকে বিবেচনায় এনে দুটো শ্রেণিতে পুরস্কৃত করা হয়। এতে সাংস্কৃতিক সংগঠন শ্রেণিতে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা বিজ্ঞ বিচারকদের বিবেচনায় প্রথম স্থান অধিকার করেছে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের শোভাযাত্রায় প্রতীকী পালকিতে নববর্ষকে বরণ, জাতীয় পাখি দোয়েল, জাতীয় পশু বাঘ, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, গ্রাম বাংলার মিথ প্যাঁচার প্রতীক, বাংলার কৃষক, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাঙালি বধূ-বর, বাউলের একতারা প্রভৃতি শাশ্বত বাঙালিয়ানার স্মারক বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুরের সভাপতি মুক্তা পীযূষ ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস। ডাকাতিয়ার তীরে পহেলা বৈশাখ উদযাপন মঞ্চে জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।