মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ এপ্রিল বুধবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডঃ নঈমুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার, সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল ইসলাম রিপন ও সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডঃ আব্দুল্লাহীল বাকী।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ আবুল খায়র মোঃ ছালেহের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ এমরান হোসেন, সাবেক জয়েন্ট সেক্রেটারী অ্যাডঃ বদরুল আলম চৌধুরীসহ অন্য আইনজীবীগণ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ শাহজাহান মিয়া।

অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে ছিলেন ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক অ্যাডঃ শাহজাহান খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আবদুল কাদের খান ও সদস্য সচিব অ্যাডঃ মোঃ মামুন হোসেন মিয়াজী। শুরুতেই পবিত্র কোরআনের দারস পেস করেন সোহাইল আহমেদ চিশতী।

ইফতার মাহফিলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার পক্ষ থেকে আইনজীবী সমিতিতে সদ্য যোগদানকারী নবীন আইনজীবীদেরকে শুভেচ্ছা উপর তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়