প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
![শাহরাস্তিতে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ ॥ চালক আটক](/assets/news_photos/2023/01/03/image-27944.jpg)
শাহরাস্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় প্রাইভেট কারের চালক পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাশরি গ্রামের মোল্লা বাড়ির আলমগীর হোসেনের ছেলে শুভ (২৬)কে আটক করে পুলিশ। শাহরাস্তি থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী জানান, প্রতিদিনের মতো চাঁদপুর-কুমিল্লা সড়কের কালিয়াপাড়া এলাকায় অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা প্রায় ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। ৫০ কেজি গাঁজা উদ্ধার এ যাবৎকালে শাহরাস্তি থানার সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা।
কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলাকালে প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। শাহরাস্তি থানার ওসি শহীদ হোসেন জানান, চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। চালক শুভর বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
জানা যায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক বরিশাল, পিরোজপুর, বরগুনাসহ দেশের দক্ষিণাঞ্চলের নিয়ে যায় কিছু মাদক ব্যবসায়ী। ব্যবসায়ীরা চাঁদপুর-কুমিল্লা সড়কটিকে তাদের নিরাপদ রুট হিসেবে মনে করে থাকে। সে জন্যই কিছুদিন পর পর পুলিশ এই সড়কের যানবাহন তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করতে দেখা যায়।