শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

পৈত্রিক ভূমি রক্ষা ও হামলার ঘটনায় আইনি ব্যবস্থার দাবিতে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

দুই বছর ধরে পৈত্রিক ভূমি থেকে উচ্ছেদের জন্য নানাভাবে হয়রানি, প্রকাশ্য দিবোলোকে হামলা, মরধর, টিনের ঘর, দোকানঘর ভাংচুর, গাছগাছালি কেটে সাবাড়ের ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা পুলিশের কাছ থেকে কোনো আইনি সহযোগিতা না পাওয়ায় আমরণ অনশনে বসেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার (২ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কের পাশে তারা অনশনে বসে। ভুক্তভোগী পরিবারের সদস্য ফয়েজ মৃধা, শেখ ফরিদ এবং তদের পরিবারের শিশু সন্তান এই অনশনে অংশ নেয়।

ভুক্তভোগীরা জানান, রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ফয়েজ মৃধা গংয়ের সাথে মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার গং তাদের প্রতিবেশী হওয়ায় সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

অনশনে অংশ নেয়া ভুক্তভোগী শেখ ফরিদ মৃধাদের পরিবারের অভিযোগ, তারা দখল ও দলিল মূলে বেশ কয়েকটি দাগে ৪৮.৬২ শতক জায়গার মালিক এবং এ পর্যন্ত দখলে থেকে ভোগ করে আসছেন তারা। কিন্তু প্রভাবশালী একটি চক্র (মোশারফ হোসেন বাহার, মোজাম্মেল হোসেন বাবুল, আবুল কাশেম, দেলোয়ার হোসেন, লোকমান আমিন গং) তাদের দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল করার চেষ্টাসহ নিয়মিত হয়রানি করে আসছে। এ নিয়ে কয়েকবার প্রকাশ্যে শারীরিক হামলার শিকার হয়েছেন তারা। সর্বশেষ গত ২০ ডিসেম্বর প্রকাশ্য দিবোলোকে তাদের সম্পত্তি দখলের চেষ্টার অংশ হিসেবে হামলা, মারধর, টিনের ঘর, দোকানঘর ভাংচুর, গাছগাছালি কেটে সাবাড়ের ঘটনা ঘটায়। ভুক্তভোগীরা নিরূপায় হয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশ দুই দফা ঘটনাস্থলে গেলেও হামলা, ভাংচুর ও গাছগাছালি কেটে নেয়ার ঘটনায় অদ্যাবধি মামলা নেয়নি।

উক্ত নালিশি সম্পত্তির বিষয়ে ১৪৫ ধারার মামলার ঘটনায় বিজ্ঞ আদালত ফরিদগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তাকে দখলীয় প্রতিবেদন দিতে নির্দেশ দিলে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উল্টো প্রভাবশালী পক্ষের দখল দেখিয়ে গত কয়েক মাস পূর্বে প্রতিবেদন দাখিল করেন। ভূমি অফিসের প্রতিবেদনকে মিথ্যা আখ্যায়িত করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উপজেলার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।

শেখ ফরিদ মৃধা জানায়, তারা গত ২ বছর ধরে পুলিশ, আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু অপর পক্ষ পেশী শক্তি ও অর্থের জোরে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে উঠে পড়ে লেগেছেন। আমরা শঙ্কা করছি, আমাদের যে কোনো সময় গুম ও খুন করে ফেলতে পারে তারা। তারা নিজেদের সরকারি দলের লোক বললেও আসলে তা নয়। বরং আমাদের পরিবার শতভাগ আওয়ামী পরিবার। আমরা জাতির পিতার আদর্শের অনুসারী। তারপরও কেনো স্বাধীন দেশে আমরা আমাদের পৈত্রিক ভিটা থেকে উচ্ছদ হবো, তা বুঝতে পারছি না। কেন সরকারি দপ্তরগুলো জেনে-শুনেও সত্য লুকিয়ে রাখে। তাই কোনো উপায় না দেখে প্রেসক্লাবের সামনের সড়কে আমরণ অনশনে বসতে বাধ্য হলাম। আমি আবারো বলছি, যদি আমাদের অপরাধ থাকে তবে শাস্তি দিন। নচেৎ যারা আমাদের সর্বস্ব কেড়ে নিতে উঠে পড়ে লেগেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের রক্ষা করুন।

এ ব্যাপারে প্রতিপক্ষ লোকমান আমিনের ছেলে ওমর ফারুক জানান, আদালতে মামলা চলমান অবস্থায় ফয়েজ মৃধাদের দখলে থাকা ওই সম্পত্তি ২০ ডিসেম্বর তারা দখলমুক্ত করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান বলেন, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়