রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০

শহীদুল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে জীবনদীপের রক্তদান কর্মসূচি
অনলাইন ডেস্ক

১ আগস্ট শহীদুল্লাহ্ মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জীবনদীপের পক্ষ থেকে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। চাঁদপুর সদরের গাছতলা এলাকার ৬৫ বয়সের পঙ্গু সাব্বির আহম্মেদকে জীবনদীপের পক্ষ থেকে চাঁদপুরের একটি হাসপাতালে ‘ও’ পজিটিভ রক্ত দান করেন অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম সাদ্দাম (৩৩)।

উল্লেখ্য, ১ আগস্ট ২০২০ না-ফেরার দেশে চলে যান জনপ্রিয় শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ এবং গভর্নিং বডির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মাস্টার।

রক্তদানকালে বক্তারা শহীদুল্লাহ মাস্টারের উদ্দেশ্যে বলেন, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাকে পরপারে ভালো রাখবেন। স্মৃতি ম্লান হবে না আপনার হে কালজয়ী কর্মবীর!

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবনদীপের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, পরিচালক মৃদুল দাস, উপদেষ্টা তাপস আইচ প্রমুখ।

এ সময় বিনয় ভূষণ মজুমদার চাঁদপুরের এই কিংবদন্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়