শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ০০:০০

কামরুজ্জামান টুটুল ॥

গত শনিবার বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত ২২ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এতে নামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে আসামী করা হয়েছে প্রায় ৫ শতাধিক জনকে। আসামীদের সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। মামলা নং ৩৪ ।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজারের পূর্ব পাশর্^স্থ সেতুর পূর্বপাড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড কাঁদানে গ্যাস ও ২৪ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় অফিসার ইনচার্জ, ওসি (তদন্ত), একজন উপ-পরিদর্শকসহ ৫ পুলিশ আহত হয়। এর পরেই সমাবেশ স্থলের আশাপাশের এলাকা থেকে পুলিশ ধরপাকড় শুরু করে। পরের দিন রোববার বিকেলে বিভিন্ন এলাকা থেকে ২২ জনকে আটক করা হয়। মামলায় নামীয় আসামী করা হয়েছে ১৮৬ জনকে আর অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ৩৫০ জনকে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে নামীয় আসামী রয়েছে ১৮৬ আর অজ্ঞাতনামা আসামী রয়েছে ৩৫০ জন। আসামীদের আটকের বিষয়ে অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়