বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০

মতলব উত্তরে চার ইউনিয়নে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চারটি ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে একযোগে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ তথ্য অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন নেতা-কর্মী ও সাধারণ জনগণ।

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং কৃষকলীগ বহিষ্কৃত মনির মোল্লা কর্তৃক ফেসবুকে কুরুচিপূর্ণ তথ্য অপপ্রচারের বিরুদ্ধে বিচার চান, দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভালো মনের মানুষ এবং কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা। মতলব উত্তরে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা আছে। এমন নেতাদের বিরুদ্ধ একজন রাস্তার মানুষ দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয়ায় আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসব মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীকে হুমকি দেয়া মানে দলের জন্যে বিশাল ক্ষতি এবং দলে অন্তঃকোন্দল সৃষ্টি হয়। তাই দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, কৃষক লীগের বহিষ্কৃত মনির হোসেন মোল্লা নেতা-কর্মীদের বিরুদ্ধে আপত্তিকর কুরুচিপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে। তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জহিরাবাদ ইউনিয়নে ইউপি কমপ্লেক্স চত্বর থেকে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল বের করে লেংটার বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সানকিভাঙ্গা বেড়িবাঁধে এসে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ। জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউপি প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রধান, মহিলা লীগ নেত্রী আনজুমা বেগম, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার, যুবলীগ নেতা আল-আমিন দেওয়ান, ছিটু দেওয়ান, শহীদ উল্লাহ মল্লিক, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন গাজী, আবু তাহের দেওয়ান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, আওয়ামী লীগ নেতা শরীফ মিজি, সাহেব আলী, মফিজ উদ্দিন গাজী, শাহজালাল মোল্লাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফতেপুর পূর্ব ইউনিয়নে লুধুয়া মহাসড়কে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা ঈমান আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস প্রধান, সদস্য মুছা দেওয়ান, যুবলীগ নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা, যুবলীগ নেতা ফারুক হোসেনসহ নেতৃবৃন্দ।

ষাটনল ইউনিয়নে বেড়িবাঁধের উপর কুনো মার্কেটে বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতৃবৃন্দ যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ, আঃ মালেক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন, যুবাইর বাবু, ষাটনল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কবির বেপারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল বেপারী, ইউনিয়ন যুবলীগ নেতা জালাল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম হিমেল, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নবীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন মিয়া, শ্রমিকলীগ নেতা কামরুল হাসান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিজি, সাধারণ সম্পাদক বাতেন বেপারীসহ নেতৃবৃন্দ।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা কামাল শেখ, যুবলীগ নেতা লেলিন খান, যুবলীগ নেতা জিসান আহমেদ, যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক, উপজেলা শ্রমিকলীগ নেতা সাইদুর রহমান খান টিটু, ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ খোকন, আশিকুর রহমান বাবু, পারভেজসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়