প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০
নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁদপুরের ২১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সহায়তা করায় জেলা পূজা উদযাপন পরিষদ কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার এই বিবৃতি দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
বিবৃতে উল্লেখ করা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার ২শ’ ১৯টি পূজা মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করায় মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, জেলার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌর পরিষদ, র্যাব, নৌ পুলিশ, কোস্টগার্ড, এনএসআই, ডিজিএফআই, আনসার, বিজিবি, সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ৮ উপজেলা প্রশাসন, ৮ থানার পুলিশ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কমিউনিটি পুলিশ, চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও চাঁদপুর জেলার জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের নাগরিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তাঁরা আরো বলেন, চাঁদপুরবাসী সকলের আন্তরিক সহযোগিতার কারণেই উৎসব সর্বাঙ্গীণ সুন্দর এবং সফল হয়েছে। এর মাঝেও অনিচ্ছাকৃত কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তার দায় স্বীকার করে সভাপতি-সাধারণ সম্পাদক সবিনয়ে দুঃখ প্রকাশ করছেন।