বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০

জেলা বিএনপির সভাপতির সুস্থতা কামনায় দোয়া অব্যাহত
স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বাদ আসর চাঁদপুর বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, সেলিমুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সহ-সভাপতি একেএম ফজলুল হক সেলিম, আবু তাহের, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ এবং মুসল্লিগণ ।

উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি নিজের প্রজেক্টের কাজ দেখার সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় আহত হয়ে এখন তিনি উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুর অবস্থান করছেন।

অপর দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শারীরিকভাবে অসুস্থ। এছাড়া দলীয় আরো কিছু নেতা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থতা কামনা করে এ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়