প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০
রোটারী জেলা-৩২৮২-এর ২০২২-২৩ রোটারী বর্ষের গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী আজ শুক্রবার ৭ অক্টোবর চাঁদপুর শহরস্থ দুটি রোটারী ক্লাবে তাঁর অফিসিয়াল ভিজিট সম্পন্ন করবেন। গতকাল তিনি হাজীগঞ্জ রোটারী ক্লাব ভিজিট করেন।
আজ সকালে রোটারী গভর্নর চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব ও বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব এবং পরদিন শনিবার (৮ অক্টোবর) চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব ও মতলব রোটারী ক্লাব ভিজিট করবেন।
গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরীর সাথে রোটারী জেলার কর্মকর্তাবৃন্দ ছাড়াও তার স্বামী ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটারিয়ান মোঃ জিয়াউদ্দিন চৌধুরী এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আজ গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটাঃ ইঞ্জিঃ মতিউর রহমানও চাঁদপুর আসছেন।