বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০

লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার বছর পূর্তি
অনলাইন ডেস্ক

লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার এক বছর পূর্তি উদযাপন ও লবি রহমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ অক্টোবর বছর পূর্তি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লবি রহমানের সুস্থতা কামনায় ফাউন্ডেশনের কার্যালয়সহ বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শারমিন আক্তার জুঁই লবি রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, লবি রহমান যিনি চাঁদপুরের মেয়েদের এত সুন্দর একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি লবি রহমানের সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তিনি যেন সুস্থ হয়ে চাঁদপুরের নারী উদ্যোক্তাদের মাঝে সেই হাসিমুখে ফিরে আসতে পারেন।

উল্লেখ্য, লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চাঁদপুরের নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম করে আসছে। কার্যক্রমের মধ্যে রয়েছে নারীদের সুপ্রতিষ্ঠিত করতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা এবং পিঠা প্রতিযোগিতা করাসহ বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রম। এছাড়াও নারীদের রেসিপি অনন্যা ম্যাগাজিনে প্রকাশিত হয় এবং টিভিতে রন্ধন শিল্পীরা তাদের রান্না পরিবেশনেরও সুযোগ পান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়