প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে ‘বিনামূল্যে চিকিৎসা সেবা প্রকল্পে’র আওতায় স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও ক্লাবের অনারারী মেম্বার ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
গতকাল ৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১টায় চাঁদপুর স্টেডিয়াম রোডে ক্লাবের সদস্যরা এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানমের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদানকালে রোটারিয়ান ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, চিকিৎসা একটি সেবা। আমি সেবা দিতে পছন্দ করি। মানুষের উপকারের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার মাধ্যমে আমার মনকে শান্তিতে রাখার চেষ্টা করি। তিনি রোগীদের স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য নূরজাহান বেগম সেতু, রাবেয়া আক্তার মুক্তা এবং চাঁদপুুর রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।