প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে এক আতঙ্কের নাম কিশোর গ্যাং। ইতোমধ্যে চাঁদপুর শহরে এ গ্যাংয়ের বেশ ক’টি আলোচিত হামলার ঘটনা ঘটেছে। অবশ্য অধিকাংশ হামলার ঘটনায় থানায় মামলাও হয়েছে। কেউ কেউ আটক হয়ে গাজীপুর কিশোর সংশোধনাগারেও গিয়েছে। তারপরও কমছে না কিশোর গ্যাংয়ের উৎপাত। এবার বাবুরহাট এলাকার দাসদীতে কিশোর গ্যাং কুপিয়ে জখম করলো ৮ম শ্রেণির মাদ্রাসার ছাত্রকে।
আহত শিক্ষার্থীর পিতা লিটন গাজী চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, দাসদী বোরহান উদ্দিন মাদ্রাসার ৮ম শ্রেণিপড়ুয়া সন্তান নিয়াদ হোসেন গাজী (১৪)-এর সাথে একই এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার সবুজ ডাক্তার (১৯), পিতা মাসুম ডাক্তার মিন্টুর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্য শামীম হোসেন (১৮), পিতা দুলাল মিজি, হৃদয় (১৮), পিতা মিজান হোসেন, বোরহান (১৯) ও এসকে রাকিব (১৯)সহ ক’জন দেশীয় অস্ত্র নিয়ে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় মৈশাদীস্থ খান বাড়ির সামনে মাদ্রাসাছাত্র নিয়াদ হোসেনকে কুপিয়ে জখম করে। আহতের ডাকচিৎকারে তাৎক্ষণিক স্থানীয়রা দৌড়ে এসে ঘটনাস্থল থেকে আহত নিয়াদকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে ঢাকা রেফার করা হয়। বর্তমানে নিয়াদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাস্থলে পুলিশ পাঠান। ততোক্ষণে কিশোর গ্যাং সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আহত নিয়াদ হোসেন গাজীর বাবা লিটন গাজী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি এজাহার করেন।