বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ৪ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মী ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান মোঃ মোতাহের হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৯ থেকে ২০০০ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পর থেকে কোম্পানিটি মানুষের জন্যে কাজ করে যাচ্ছে। গ্রাহকরাই হলো কোম্পানির প্রাণ। এ কোম্পানির ধারক-বাহক হলেন আপনারাই। আপনাদের কারণেই কোম্পানিটি দেশের প্রথম স্থানে আসতে সক্ষম হয়েছে। আপনার কষ্টার্জিত অর্থ সময়মতো দিতে পারলেই আমরা নিজেকে ধন্য মনে করি। আমি আশা করি ইন্স্যুরেন্সটিকে এগিয়ে নিতে আপনারা আরো জোরালো ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড বীমা আইন মেনে সঠিক সময়ে গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে পারছে। তাই বাংলাদেশের মধ্যে প্রথম ও এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। আমাদের সকল অর্জন সম্ভব হয়েছে কর্মী ও গ্রাহকদের জন্যই। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

কোম্পানির চাঁদপুরের প্রকল্প ইনচার্জ নূরে আলম জুয়েলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ।

উল্লেখ্য, বীমা দাবির ৩শ’ ৭টি চেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়