বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০০:০০

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

পুরো মাঠেই চাঁদপুর সদরের বিপক্ষে মতলবের খেলোয়াড়রা ভালো খেলেন। বৃষ্টি বিঘিœত মাঠে অন্য বছরের তুলনায় মতলব দক্ষিণ উপজেলা এ বছর ভালো দল নিয়েই মাঠে নেমেছিলো। তারুণ্য নির্ভর মতলব দক্ষিণের দলটি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে চাঁদপুর সদরের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয়।

জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩ অক্টোবর সোমবার ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশ নেয় চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। মতলব দক্ষিণের সাথে জয়লাভকারী চাঁদপুর সদরের দলটি টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনালে খেলবে শাহরাস্তি উপজেলার সাথে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে খেলার মাঠ অনুপযুক্ত হয়ে পড়েছে। মাঠের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ার কারণে টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলার তারিখ পরিবর্তন হতে পারে। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, আগামী ৭ ও ৮ অক্টোবর টুর্নামেন্টের সেমি-ফাইনালের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

সোমবারের খেলা চলাকালে দেখা গেছে, দু'দল খেলার চেয়ে পেশী শক্তিকে বেশি কাজে লাগিয়েছে। মতলব দক্ষিণের বিদেশী খেলোয়াড়দের পাশাপাশি চাঁদপুর সদরের খেলোয়াড়দেরও মাঠে ছিলো পেশী শক্তির আক্রমণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়