বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০

আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘টিম পজিটিভ’
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে ৩২ দলের অংশগ্রহণে উপজেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর দুপুরে ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কড়ৈইতলী উদয়ন যুব সংঘ ও টিম পজিটিভ। ৬০ মিনিটের খেলার প্রথমার্ধের উভয় দল কোনো গোল করতে না পারায় প্রথমার্ধের খেলা গোল শূন্যতে শেষ হয়। এরপর খেলার দ্বিতীয়ার্ধে টিম পজিটিভের আশিকের গোলে এক শূন্যতে এগিয়ে যায়। ৫ মিনিটের ব্যবধানে দলের হয়ে টিম পজিটিভের আরো একটি গোল করেন দলের স্ট্রাইকার তরিকুল। খেলার শেষ পর্যন্ত আর কোনো দল গোল না করতে পারায় দুই শূন্য ব্যবধানে জয়লাভ করে শিরোপা জিতে নেয় টিম পজিটিভ।

ফাইনাল ম্যাচ শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী পর্বে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান, ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গাজী, ৭নং ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ হোসেনসহ অন্যরা। আলোচনা সভা শেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল, প্রাইজ মানি ও ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্টসহ একাধিক ক্যাটাগরিতে মনোনীতদের পুরস্কৃত করা হয়।

খেলায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আবু জাফরসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়