বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০

আজ খেলবে মতলব দক্ষিণ বনাম চাঁদপুর সদর
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বৃষ্টিবিঘ্নিত মাঠে খেলা শুরু হওয়ার ৫ মিনিটের সময় পেনাল্টির সুযোগ পায় কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। দলের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত বিদেশী ফুটবলার ওসমান হাইমচরের গোলপোস্টে গোল করতে গিয়ে ব্যর্থ হন। আর সেই বিদেশী ফুটবলারই খেলা শেষ হওয়ার ১০ মিনিট এবং নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে দলের পক্ষে নিজেই দুটি গোল করে কচুয়া উপজেলাকে নিয়ে যান টুর্নামেন্টের সেমি-ফাইনালে।

২ অক্টোবর রোববার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দিনের খেলায় অংশ নেয় হাইমচর ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। আজ সোমবার টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে খেলবে মতলব দক্ষিণ বনাম চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

টুর্নামেন্টের আয়োজনে রয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট শিল্পপতি শাহাবুদ্দিন অনু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রীড়া সংগঠক আলহাজ্ব ওমর পাটওয়ারী, মেঘনা এগ্রোর কর্মকর্তা সৌদি প্রবাসী হুমায়ুন কবির মোল্লা।

রোববার দুটি দলই স্থানীয় ফুটবলারদের প্রাধান্য দিয়ে দল গঠন করে মাঠে নামে। খেলার শুরু থেকেই দু'দলই বেশ ক’টি আক্রমণ করে। প্রথমার্ধে কচুয়া যেমন পেনাল্টি মিস করে তেমনি ৪টি সহজ গোলের সুযোগ মিস করে হাইমচর দল। গোলশূন্যভাবেই খেলার প্রথমার্ধ শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে দু'দলই গোল দেয়ার জন্য মরিয়া হয়ে উঠে। দু'দলের স্থানীয় ফুটবলারদের মধ্যে কচুয়ার আব্দুল্লাহ ও হাইমচরের সুব্রত ক্রীড়ামোদী দর্শকদের চমৎকার খেলা উপহার দেন। রেফারীর শেষ বাঁশি বাজার আগে কচুয়া জয় নিয়ে মাঠ ছাড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়