প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০
বিএনপির নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতার জন্য রোববার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন এবং পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আব্দুল করিম হাওলাদারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ নিজামুল হক ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনীর চৌধুরী, সেলিমুস সালাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সাবেক জিএস ও পৌর বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লিটন, বিএনপি নেতা আহসান উল্যাহ সেন্টু, আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজীসহ অন্যরা এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং চাঁদপুর জেলা যুবদলের অসুস্থ দপ্তর সম্পাদক মাসুদ পাটওয়ারীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি জেলা বিএনপির শীর্ষ নেতা শেখ ফরিদ আহমেদ মানিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি সিঙ্গাপুর চিকিৎসাধীন রয়েছেন।