প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে গোফরান, বেলায়েত ও মোতালেব গংদের জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। তারা একই এলাকার জব্বারের বসতভিটাসহ তাদের উঠানো ঘরও পুড়িয়ে দিয়েছেন। তারা দীঘদিন ধরেই স্থানীয় জব্বার গাজীর বসতভিটা ও পার্শ্ববর্তী জমি দখল করার পাঁয়তারা করে আসছে। তারা জোরপূর্বক জব্বারের গাছকাটাসহ বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছে।
শনিবার গোফরান গং জব্বারের বাড়িতে এসে অবৈধভাবে গাছ কাটতে যায়। এ সময় জব্বার ও তার স্ত্রী মাহিনুর গাছ কাটতে বাধা দিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা আহত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ও সদর মডেল থানায় আসতে চাইলে তাদের বাধার কারণে ভুক্তভোগীরা আসতে পারেনি।
কল্যান্দী গ্রামের মৃত মহরম আলীর ছেলে গোফরান, মোতালেব ও গোফরানের ছেলে বেলায়েত অসহায় ও ভুক্তভোগী জব্বারদের জায়গা দখল করতে এসে তাদেরকে মারধর করাসহ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।
অসহায় ও ভুক্তভোগীরা গোফরান গংয়ের হামলা, অত্যাচার এড়িয়ে তাদের বসতভিটায় যেনো পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারে এজন্যে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।