প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শনিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। এদিন ছিলো ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীত পূজা প্রশস্থা। সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ৫দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এ বছর ফরিদগঞ্জে ২০টি মণ্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার মহা সপ্তমীবিহীত পূজা অনুষ্ঠিত হচ্ছে।
ফরিদগঞ্জের পূজা মণ্ডপগুলো হলো : উপজেলা সদরস্থ কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া, উপজেলা সদরস্থ দাসপাড়া যুব সংঘ, চান্দ্রা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া, খাড়খাদিয়া সার্বজনীন দুর্গোৎসব, লোহাগড়ে একতা সংঘ সার্বজনীন দুর্গোৎসব, আইটপাড়া-পশ্চিম বড়গাঁও সার্বজনীন দুর্গোৎসব, তা¤্রশাসন সার্বজনীন দুর্গোৎসব, আষ্টা বাড়ি সার্বজনীন দুর্গোৎসব, বৈচাতরী সার্বজনীন দুর্গোৎসব, আষ্টা সার্বজনীন দুর্গোৎসব, শ্রীকালিয়া সার্বজনীন দুর্গোৎসব, আষ্টা সার্বজনীন দুর্গোৎসব (রায় বাড়ি), গুপ্টি সার্বজনীন দুর্গোৎসব, গুপ্টি শ্রী শ্রী ভগবতি সার্বজনীন দুর্গোৎসব, গুপ্টি শ্রী লক্ষ্মীনারায়ণ সার্বজনীন দুর্গোৎসব, কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সার্বজনীন দুর্গোৎসব, সাহাপুর শ্রী শ্রী নবকিশোর সার্বজনীন দুর্গোৎসব, দক্ষিণ ধানুয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মাহপ্রভুর মন্দির সার্বজনীন দুর্গোৎসব, আলোনিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ হরিসভা সার্বজনীন দুর্গোৎসব, দক্ষিণ রূপসা সার্বজনীন দুর্গোৎসব এবং রূপসা বাজার সর্বমঙ্গলা সংঘ সার্বজনীন দুর্গোৎসব।
এদিকে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসন কর্তৃক কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ ৮জন এবং সর্বনিম্ন ৪জন আনসার এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন রয়েছে।