বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ০০:০০

রক্তবিন্দু সমাজসেবা সংস্থা কর্তৃক মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান
সোহাঈদ খান জিয়া ॥

গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় মাঠে রক্তবিন্দু সমাজসেবা সংস্থা কর্তৃক মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বশির আহমেদ। রক্তবিন্দু সমাজসেবা সংস্থার সভাপতি আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মিজি। বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদ মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম খান, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান পাটোয়ারী, সিনিয়র শিক্ষক জাকির তালুকদার, ইউপি সদস্য মুনসুর খান, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদ আহমেদ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রক্তবিন্দু সমাজসেবা সংস্থার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে ১১জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা, মরহুম হারুন কমান্ডারকে মরণোত্তর সম্মাননা ও ৫০জন অসহায় গরীব ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়