বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

জিলানী চিশতী কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন, যা মাইলফলক হয়ে থাকবে। আজ প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন হলেও তিনি কাজকর্মে, দেশের উন্নয়নে আজও নবীন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আজ বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী পদ্মাসেতুর মত মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। নির্মাণ করেছেন কর্ণফুলী টানেল। বাংলাদেশকে করেছেন ডিজিটাল। সবকিছুই প্রধানমন্ত্রীর অবদান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের উচ্চ শিখরে। প্রধানমন্ত্রীর রয়েছে বহুগুণের প্রতিভা। আজকে আমি প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানাই।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহয়োগিতায় আমরা আমাদের এ প্রতিষ্ঠানে একাডেমিক ভবন পেয়েছি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হয়েছে। এজন্যে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক ও গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি মোঃ গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, কলেজের প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক জিয়াউর রহমান, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, কলেজ গভর্নিংবডির অভিভাবক প্রতিনিধি ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, গ্রন্থাগার শিক্ষক নাছরীন আক্তার, কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়