বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তর উপজেলাকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ফরিদগঞ্জ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলাটি টাইব্রেকার দিয়েই শুরু হলো। টাইব্রেকারে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাথে নকআউট পর্বের ম্যাচে ৫-৩ গোলে জয় পায় ফরিদগঞ্জ। জয়ের ফলে তারা টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণ করে মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। দুটি দলই ভালো ফুটবলারদের নিয়ে দলগঠন করে মাঠে নামেন। যদিও দুটি দলেই স্থানীয় ফুটবলারদের সংখ্যা দেখা গেছে খুবই কম। উদ্বোধনী দিনে ফরিদগঞ্জ শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। দেখা গেছে, ফরিদগঞ্জের দলে খেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই ফুটবলার, স্থানীয় ক'জনসহ বিদেশী ফুটবলারগণ। খেলা চলাকালীন সময়ে খেলার ধারা বর্ণনা দেন ক্রীড়া সংগঠক ও শিক্ষক লক্ষ্মণ সরকার।

উদ্বোধনী দিনের খেলা অনুষ্ঠিত হয় ৬০ মিনিটের। খেলার প্রথমার্ধে ৩০ মিনিটের সময় পুরো মাঠ দখলে রাখেন ফরিদগঞ্জের ফুটবলারগণ। কিন্তু খেলা শুরু হওয়ার কয়েক মিনিট পরেই সহজ গোলের সুযোগ মিস করেন ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব। তার পথ ধরেই প্রথমার্ধে গোল মিস করেন ৯ নম্বর জার্সি পরিহিত বিদেশী ফুটবলার ম্যাগাল্যান ও ৭ নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাহিম। মতলব উত্তর উপজেলা কিছুটা আক্রমণাত্মক খেললেও ফরিদগঞ্জের রক্ষণভাগ শক্ত হওয়ার কারণে তারা তেমন সুবিধা করতে পারেনি। প্রথমার্ধে বাঁশি বাজার আগে ফরিদগঞ্জ ৪টি গোল মিস করে।

খেলার দ্বিতীয়ার্ধে দুদলই গোল দেয়ার জন্যে মরিয়া হয়ে উঠে। দু’দলের ফুটবলারগণ তাদের নৈপুণ্যে দর্শকদের মন জয় করেন। দুদলই গোল দেয়ার জন্যে বেশ কবার সুযোগও তৈরি করেন। রেফারীর শেষ বাঁশি বাজার সাথে সাথে দুদলই গোলশূন্যতে খেলা শেষ করেন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রেফারী দু’দলকে টাইব্রেকারে আমন্ত্রণ জানান। টাইব্রেকারে ফরিদগঞ্জের কাছে ৫-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলটি। তবে দুদলই অনেক সমর্থক নিয়ে মাঠে প্রবেশ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়