প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদগঞ্জ উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের দ্বিতীয় সফল নারী প্রধানমন্ত্রী তিনি। বিশ্ব তাঁকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে। নেত্রীর জন্মদিনের চেয়ে আনন্দের দিন আমাদের কাছে আর কী আছে। বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যে তার আরও বেশি দিন বেঁচে থাকা ও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা প্রয়োজন। কেন না বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের কারিগর তিনি। শেখ হাসিনার নেতৃত্বে সরকার আছে বলেই দেশের এই অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এ সময় তিনি আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া চান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কেটে শিশুদের পরিবেশন করেন।