প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
কৃষি জমিতে মাটি কাটার দায়ে ড্রেজার মেশিন ধ্বংস করাসহ মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও কৃষি জমির মাঠে এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক। এ সময় আদালত ড্রেজার মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি রাজারগাঁও গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ (১৫) ১-এর ধারায় উক্ত আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে রাজারগাঁও দিগৈই কৃষি মাঠে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি খনন করে পাইপের মাধ্যমে অন্যত্র নিয়ে ভূমি খেকো একটি চক্র জলাধার ভরাটের বাণিজ্য করে আসছে।
যে কারণে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক জানান, অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে আমরা বরাবর সোচ্চার।