প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি সন্তোষ দাস, ইঞ্জিঃ আব্দুর রব, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অ্যাডঃ বদিউজ্জামান কিরণ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদের। আলোচনা ও মিলাদ শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়।