বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্‌যাপনে জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি
বাদল মজুমদার ॥

জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি সন্তোষ দাস, ইঞ্জিঃ আব্দুর রব, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অ্যাডঃ বদিউজ্জামান কিরণ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদের। আলোচনা ও মিলাদ শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়