বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে সকল ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আসম মাহবুব-উল আলম লিপনের সভাপ্রধানে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব রোটাঃ আহসান হাবিব অরুণ, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন ও জহিরুল ইসলাম মামুন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের আদনান, কাজী মনির হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, শামসুজ্জামান মুন্সি, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা রায়হানুর রহমান জনি।

সভায় পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিতির মতামতের ভিত্তিতে পৌর আওয়ামী লীগের সম্মেলনের পূর্বে সকল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য শেষে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কেক কাটা হয়। এ সময় পৌরসভা ও সকল ওয়ার্ড কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়