প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
হিন্দু ধর্মাবলম্বীদের সবচে’ বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন। ২৮ সেপ্টেম্বর বুধবার পৌর সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র বলেন, আমরা সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধনে বিশ্বাসী। আর এটা আমরা সবসময় ধারণ ও লালন করি। সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এদেশের সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর সমান অধিকারসহ নিরাপত্তা নিশ্চিত করেছেন। এ সমৃদ্ধি অনেকের সহ্য হয় না। তারা অস্থিতিশীল পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নানা অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের অপচেষ্টা কখনোই সফল হবে না।
মেয়র আরো বলেন, কোনো অপশক্তির বাংলাদেশে ঠাঁই নেই। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর ও সজাগ আছেন। আমরাও তাঁর ক্ষুদ্র কর্মী ও একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে আছি এবং থাকবো। আগামী দিনে সবার অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ জন্যে অতীতের মতো আগামী দিনেও আমিসহ আমার পৌর পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রোটাঃ রুহিদাস বণিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন ও পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাধা কান্ত দাস রাজু।
সার্বজনীন দুর্গা পূজামণ্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন জমিদার বাড়ি পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পাল, রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার ত্রিনয়নী সংঘের গোপাল চন্দ্র সাহা, নবদুর্গার সভাপতি সঞ্জয় কর্মকার, ত্রিশূল সংঘের সভাপতি রবি চৌধুরী, বলাখাল চৌধুরী বাড়ি পূজামন্ডপের সুখেন্দ্র রায় চৌধুরী সুন্টি প্রমুখ।
সভাশেষে পৌরসভার ১২টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পৌরসভার পক্ষে অনুদান ও প্রতিটি মণ্ডপে একটি করে ব্যানার প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-২ আজাদ মজুমদার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ মনা, পৌর সাধারণ সম্পাদক শ্যামল সাহা, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ পৌর যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় সরকারসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে উদ্যাপন পরিষদ ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।