বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আজ শুরু হচ্ছে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

প্রায় দুবছর পর আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার ৮ উপজেলার ক্রীড়া সংস্থার ফুটবল দলগুলো। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় আজ বিকেল ৩টায় অংশ নেবে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

টুর্নামেন্টের দলগুলো হলো : চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, কচুয়া, হাইমচর, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৭৫ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। প্রতিটি দলই খেলতে পারবে স্থানীয় ৫ জন ও বহিরাগত ৬ জন ফুটবলার নিয়ে। বহিরাগত ৬ জন ফুটবলারের মধ্যে ২জন বিদেশী ফুটবলার এবং ৪ জন বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলার খেলতে পারবেন।

টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দলের মধ্যে লটারী করার পর ক গ্রুপের দলগুলো হলো : হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা, শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। খ গ্রুপের দলগুলো হলো : চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

টুর্নামেন্টের ফিকশ্চার অনুযায়ী ২৯ সেপ্টেম্বর খেলবে ফরিদগঞ্জ উপজেলা বনাম মতলব উত্তর উপজেলা, ৩০ সেপ্টেম্বর হাজীগঞ্জ উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা, ১ অক্টোবর চাঁদপুর সদর উপজেলা বনাম মতলব দক্ষিণ উপজেলা ও ২ অক্টোবর খেলবে হাজীগঞ্জ উপজেলা বনাম কচুয়া উপজেলা। ৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনাল খেলা। আয়োজকদের ফিকশ্চার অনুযায়ী ৭ অক্টোবর ফাইনাল হওয়ার কথা।

গতকাল সন্ধ্যায় উদ্বোধনী খেলায় অংশ নেয়া দুদলের টিম ম্যানেজমেন্টের সাথে মুঠোফোনে আলাপকালে তারা জানান, দু’দলই শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। তারা প্রথম খেলায় জয়লাভ করে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠতে চায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়